আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এমপি সামাদ স্মরণে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-১৪ ১০:৪৬:৪২

কাতার প্রতিনিধি : সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহা সচিব, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গণমানুষের নেতা সদ্য প্রয়াত আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে কাতারে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর সংক্রমণ রোধে কাতার সরকারের জনসমাগমে বিধিনিষেধ থাকায় শনিবার (১৪ মার্চ) অনলাইনে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবার কাতার এর উদ্যোগে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শুয়াইব আহমদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে  যুক্ত ছিলেন মরহুম আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি'র ভাতিজা লন্ডন প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মাশার আহমদ শাহ্। বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার এর সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু,বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ।
অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ কাতার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবার কাতার এর সহ সভাপতি বাবু দিপক মল্লিক, জুবায়ের হোসাইন জাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সিপার আহমদ।  বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার এর সভাপতি আশরাফ হোসেন, সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমদ জুয়েল খাঁন, সহ সভাপতি আব্দুল্লা আল আমিন সায়েল, তোফায়েল আহমেদ মুর্শেদ, নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাসেল সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা মরহুম এমপি সামাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তারা বলেন-প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন জনসেবক, জিনি জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছিলেন। সিলেটের মানুষ চিরদিন মাহমুদ উস সামাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।  উনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারিয়েছে। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে-বিদেশে মৃতদের আত্মার মাগফেরাত,অসুস্থদের রোগমুক্তি এবং সুস্থদের হেফাজত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন শুয়াইব আহমদ।



সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-২

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...