আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ইং
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন (২০) এক যুবক নিহত হয়েছেন।
নিহত শাহীন ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলী ছেলে।
শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে হরিপুর গ্রামের শাহীন ও শরীফ নামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুত আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১৭