আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং
সিলেটভিউ ডেস্ক :: ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুরের মোশাহিদ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোশাহিদ উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। গতকাল শনিবার রাতে তার মৃত্যুর খবর জানা যায়।
মোশাহিদের স্বজনরা জানায়, ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য মোশাহিদ আলী ওরফে আলী মোহাম্মদ যুক্তরাজ্যে যান। সেখানে একবছর থাকার পর ফান্সের চলে যান মোশাহিদ। ফান্সের লিল শহরে বসবাস করে আসছিলেন তিনি। গত শুত্রবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে লিল শহরে চলন্ত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোশাহিদ আলী মারা যান।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৬