আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং

সুইডেন আওয়ামী লীগ কতৃক জেল হত্যা দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৪ ১৩:০২:০৫

সিলেটভিউ ডেস্ক :: সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে তেশরা নভেম্বর স্টকহোমের একটি হলে জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। সুইডেন আওয়ামী লীগের সম্মানিত

সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাসুম এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকরী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি সালাম চৌধুরী ।


জাতীয় চার নেতার কর্মময় সংগ্রামী জীবনের কথা স্মরণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন,সহ-সভাপতি সিরাজুল হক খান রানা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাসুম,সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান শিকদার খোকা,সহ-প্রচার সম্পাদক আফছর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদ খান,কার্যকরী কমিটির সম্মানিত সদস্য নুর সালাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি সালাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ জুয়েল,অর্থ সম্পাদক মোঃ আলম,মহিলা বিষয়ক সম্পাদক নীলা চৌধুরী,সমবায় বিষয়ক সম্পাদক তারিক কামাল মোস্তাফা,কার্যকরী কমিটির সদস্য শামীম আহমেদ, প্রিন্স বাকের, হাসান স্বপন প্রমুখ।

সুইডেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির স্মরণ সভায় তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালের তেশরা নভেম্বর পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বলে বিবেচিত জেলখানা সেই জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে একটি বারের জন্যেও আদর্শচুত্য হননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যার পর জাতীয় বেইমান খন্দকার মোস্তাক বিভিন্ন প্রলোভন দেখি তার সরকার কে সমর্থন করার জন্যে এই জাতীয় চার নেতাকে চাপ দিচ্ছিল তখন এই সত, বিচক্ষণ নেতারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি না করে ঘাতকের বুলেটে মৃত্যু কে আলিঙ্গন করতে কুন্ঠাবোধ করেননি, আজকে সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকদের ঐ চার নেতারা আদর্শের প্রতি কি ভাবে নিজের জীবন দিয়ে আনুগত্য প্রকাশ করেছিলেন তার থেকে শিক্ষা নেওয়ার, পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/৪ নভেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন