আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং
সিলেট :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট পৌরসভার সাবেক কমিশনার সুইডেন প্রবাসী আবদুল হাই।
এক শোকবার্তায় আবদুল হাই বলেন, ‘১৯৭৪ সালে সিলেট পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড (তোপখানা) থেকে আমি ও কামরান কমিশনার নির্বাচিত হই। ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হন বাবরুল হোসেন বাবুল। কামরানের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তার সাথে আমার সুখ-দু:খের অনেক স্মৃতি রয়েছে। সাবেক এই সহকর্মীর মৃত্যুতে আমীর গভীরভাবে মর্মাহত।’
আবদুল হাই বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আমি দেশ ছেড়ে প্রবাসে চলে আসি। বিভিন্ন দেশ ঘুরে এখন সুইডেনে থিতু হয়েছে। আর কামরান নিজেকে সিলেটবাসীর সেবক হিসেবে নিয়োজিত থাকে। তার মেধা, শ্রম ও সেবা দিয়ে সে সিলেটের সর্বস্তরের মানুষের আপনজনে পরিণত হয়।’
শোকবার্তায় আবদুল হাই বদর উদ্দিন আহমদ কামরানের রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুন ২০২০/ প্রেবি/ শাদিআচৌ