আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং

বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-১৫ ১০:৪৭:৪৪

কবির আল মাহমুদ, স্পেন: স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা শহরে অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করেছে স্পেনের মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস। বার্সেলোনা শহরটি মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রায় সাড়ে ৬শত কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাতালান রাজ্যে  অবস্থিত। গত শনিবার ও রবিবার সেখানে কনস্যুলার সেবা প্রদান করা হয়।

এ সময় অভিবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রি-ইস্যু, স্পেনে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্ট আবেদন, পাসপোর্ট বিতরণ, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা প্রদান, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন ধরনের সনদ আবেদন ও কাগজপত্র সত্যায়ন করাসহ নানা সেবা দেয়া হয়। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসী কল্যাণ কার্ড তৈরিসহ বিভিন্ন রকম সেবা প্রদান করা হয়। কাতালান রাজ্যের বার্সেলোনা শহরে প্রায় আট শ অভিবাসী বাংলাদেশীরা কনস্যুলার সেবা গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সেবা গ্রহণের জন্য খুব সকালে এসে অপেক্ষা করেন। সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তির কারণে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা অব্যাহত রাখার জোর দাবি জানান।

এ বিষয়ে প্রথম সচিব (শ্রম) মো. মুতাসিমুল ইসলাম জানান, ‘বার্সেলোনা থেকে মাদ্রিদের দূরত্ব প্রায় সাড়ে ৬শত কিলোমিটার। ফলে বার্সেলোনা ও আশপাশের অঞ্চলের বাংলাদেশিদের সময় এবং অর্থ সাশ্রয় করতে দূতাবাস প্রতি মাসে দুই দিন এই আয়োজন করে আসছে ।’ করোনাভাইরাস পেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এই সেবা প্রদান করা হয় বলে তিনি জানান।
দূতাবাসের হেড অফ চ্যান্সারি এটিএম আব্দুর রউফ মণ্ডলের নেতৃত্বে এই সেবা কাজে সহায়তা করেন প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা এ এস এম রেজা শাহ পাহলভী ও মো. সাইফুল ইসলাম এবং দূতাবাসের বার্তাবাহক অর্ণব হোসেন সুমন কনস্যুলার সেবা প্রদান করেন।  এ সময় বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনস্যুলেট রামেন পেদ্রো  উপস্থিত ছিলেন।
 
কনস্যুলার সেবার পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত এবং বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরণের জন্য উদ্বুদ্ধ করা হয়।




সিলেট ভিউ ২৪ ডটকম/ পিটি-২




শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের