আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং

হত্যা ও পুলিশি হামলার প্রতিবাদে স্পেন বিএনপির সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-৩০ ১৫:৫২:০২

কবির আল মাহমুদ, স্পেন  :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ প্রতিবাদ জানিয়ে সভা করেছে স্পেন বিএনপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (২৯মার্চ) রাতে দেশটির রাজধানী মাদ্রিদে একটি রেস্টুরেন্টে দেশব্যাপী বিক্ষুব্ধ জনগণের উপর হামলা, নির্যাতন হত্যার প্রতিবাদ জানিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খানের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সূচনা বক্তব্য দেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।

প্রতিবাদ সভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য দেন, স্পেন বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিপার আহমেদ (জেন্স শিপার), স্পেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, স্পেন যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক সাদেক মিয়া, স্পেন বিএনপির প্রচার সম্পাদক আমির হোসেন প্রমুখ।

পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতালে দেশব্যাপি পুলিশি হামলায় নিহত শহিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত মুসল্লিদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/মিআচৌ-১৯

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের