আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গর্ভবতী হতে ‘ফ্রেঞ্চ ফ্রাইস’ খাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারীরা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৬ ০০:১৫:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভবতী হতে নারীরা এখন এক আজব পদ্ধতি অনুসরণ করছেন। এক সমীক্ষায় জানা গেছে, গর্ভবতী হতে আমেরিকার নারীরা প্রচুর পরিমাণে ম্যাকডোনাল্ডস'র ‘ফ্রেঞ্চ ফ্রাইস’ খাচ্ছেন। তারা মনে করেন, এই চিপসে যে লবণ ব্যবহার করা হয়, তা নাকি নারীদের প্রজননে সাহায্য করতে পারে।

যদিও এই দাবির কোনও সত্যতা রয়েছে বলে মনে করেন না গাইনোকলোজিস্টরা। বরং তাদের মতে, এটা শুধুনাত্র গুজব। ইউটিউবে বিভিন্ন ‘লাইফ হ্যাক’ চ্যানেলগুলি এই ধরনের ভ্রান্ত প্রচার করে সস্তায় জনপ্রিয়তা পেতে চাইছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা গর্ভবতী হতে ইদানীং আজব কিছু কাণ্ডকারখানা ঘটাচ্ছেন। একটি ওয়েবসাইট সেরকমই কিছু ‘ট্রেন্ড’ প্রকাশ্যে এনেছে। যৌনতার পর মার্কিন নারীরা প্রায় তিন মিনিট পা’দুটি ওপরের দিকে তুলে রাখছেন। তারা মনে করছেন, এভাবে তারা প্রজননশীল হতে পারবেন। যাঁরা এরকম করছেন, তাঁদের সংখ্যা কম নয়, প্রায় ৫৮%।

শেয়ার করুন

আপনার মতামত দিন