আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

এখনো চকচকে ২৩০০ বছরের পুরনো তলোয়ার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ০০:০৪:১৪

চীনের জিনইয়াং-এ ২৩০০ বছরের পুরনো একটি তলোয়ারের  সন্ধান মিলেছে। যেটি শহরের একটি সমাধিস্থলে রক্ষিত ছিল। ব্রোঞ্জের তৈরি সোজা এই তলোয়ারটি সেই সময়ের 'ওয়ারিওর স্টেটস' যুগের চিহ্ন বহন করে। যা নিঃসন্দেহে এক প্রাচীন অমূল্য সম্পদ। 

জানা যায়, খ্রিষ্টপূর্ব ৪৭৫-২২১ অব্দ পর্যন্ত বীর সব যোদ্ধাদের ব্যাপ্তিকাল ছিল। কুইন সাম্রাজ্যের কোনো বিজয়ী বীরের ছিলো এই তলোয়ারটি। সম্প্রতি এটি উদ্ধারের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, বিশেষজ্ঞরা অতি সাবধানে খাপ থেকে তলোয়ারটি বের করে দেখাচ্ছেন সাধারণ জনতাকে।

শেয়ার করুন

আপনার মতামত দিন