আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, রহস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১২ ২১:২৭:০৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু সাথী খাতুন (১৯) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজাপুর গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে শাহপুর এলাকার সাবেক মেম্বার নুরুল হাসানের ভাড়াটিয়া বাসা থেকে সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনা হত্যা না কি আত্মহত্যা এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সাথীর স্বামী সুলতান মাহমুদ মাধবপুর উপজেলার শাহপুর এলাকার শিল্প প্রতিষ্ঠান বাদশা কোম্পানির একজন কর্মচারী। স্বামী-স্ত্রী কোম্পানির পার্শ্ববর্তী নুরুল হাসানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বাস করে আসছিলেন।

গৃহবধু সাথীর মামা হুমায়ুন কবির মঙ্গলবার সন্ধ্যায় জানান, সাথী ও সুলতান মাহমুদ সম্পর্কে খালাতো ভাই-বোন। তারা প্রায় ৮ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর কিছুদিন পরই সাথীকে নিয়ে তার স্বামী একসাথে বসবাস করছিলেন। সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। রাতে খাওয়া দাওয়া শেষে দুজনেই শুয়ে পড়ে।

রাতে কোন এক সময় সাথী ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলে উদ্দিন জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সিলেটভিউকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সুলতান মাহমুদকে থানায় নিয়ে আসা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ মার্চ ২০১৯/এসসি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন