আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বাণিজ্য মেলাকে ঘিরে নবীগঞ্জ শহর জুড়ে উত্তেজনা, ক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১১:৩৭:০০

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে বাণিজ্য মেলাকে ঘিরে শহরে থমথমে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (১১ জুন) রাত ৯ টার দিকে নবীগঞ্জ জে.কে হাই স্কুল মাঠে ট্রাকভর্তি বাণিজ্য মেলার সরঞ্জাম নিয়ে আসলে উত্তেজিত সাধারণ জনতার বাঁধার মুখে পড়ে ট্রাক ড্রাইভার।

এসময় চালকের কাছে ট্রাকে করে কি সরঞ্জাম নিয়ে এসেছে জানতে চান স্থানীয় লোকজন। তখন পরিস্থিতি উত্তেজিত বুঝতে পেরে বাণিজ্য মেলার সরঞ্জাম জানিয়েই তরিঘরি করে পালিয়ে যায় সে।

স্থানীয়রা জানান- নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মৌলভীবাজারের জনৈক এক ব্যবসায়ী অসামাজিক মেলার আয়োজন করে। শোনা যাচ্ছে নবীগঞ্জে বিভিন্ন অসাধু ব্যক্তিদের আর্থিকভাবে ম্যানেজ করে এ মেলা আয়োজন করছেন ঐ ব্যবসায়ী।

আর অসাধুদের ম্যানেজ করলেও মেলার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় জনতা ও আলেম সমাজ।

তারা বলেন- মেলার নামে নবীগঞ্জে কোন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতে দেয়া হবে না। মাঠের একদিকে নবীগঞ্জ দারুল উলূম মাদরাসা, অন্যদিকে কেন্দ্রীয় জামে মসজিদ। তাই যেকোন উপায়ে এই অসামাজিক মেলার আয়োজন বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেবেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/এএইচ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন