আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের কারাদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২১ ২১:০১:০০

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে  ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার আতাউল গনি ওসমানী।

সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে মোফাজ্জল (২২)। এ সময় ওই মোফাজ্জল ও তার সহযোগীরা নিয়ে ওই  ছাত্রীর কাপড় ধরে টান দেয়।

এ খবর নবীগঞ্জ সরকারি কলেজে পৌঁছামাত্র কলেজ শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

পরে কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে। পুলিশ আন্দোলনকারীদের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারী আন্দোলন থেকে সরে যান।

এ ঘটনার পর থেকেই মোফাজ্জল আত্মগোপনে চলে যায়। মোফাজ্জল করগাওঁ ইউনিয়নের কলেজের পার্শ্ববতী এলাকার মিল্লিক গ্রামের মৃত জহুর আলী পুত্র।

আজ রবিবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ  থানার  উপ- পুলিশ পরিদর্শক (এসআই)  পার্থ রঞ্জন চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ মোফাজ্জলকে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পরে নবীগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোফাজ্জলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৯/আহা/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন