আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বাহুবলে ১২ লাখ টাকা ছিনতাই, চার লাখ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৮:৪৩:০৪

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের সাপ্তাহিক বিলের প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকা উদ্ধার করলেও বাকি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) বিকেলে বৃন্দাবন চা বাগানে যাবার পথে মন্ডলকাপন নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃন্দাবন চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের ১১ লক্ষ ৮০ হাজার টাকা উপজেলার পুটিজুরি বাজারে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা উঠিয়ে চা বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া গাড়ি নিয়ে বাগানের দিকে রওয়ানা দেন। পথিমধ্যে মন্ডলকাপন গ্রামের রাস্তায় ঢুকতেই পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

খবর পেয়ে বাহুবল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হারিক মিয়া ও জুয়েল মিয়ার বাড়ি থেকে চার লাখ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/কেএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন