আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জমে উঠেছে নবীগঞ্জে দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৩ ০৯:৫২:৩৯

এস এম আমীর হামজা, নবীগঞ্জ  ::  আগামী ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্টিত নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী দিন-রাত প্রচার প্রচারণা চালাচ্ছেন।

 মোট ৫ জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি আব্দুল মুহিত চৌধুরী সরকারদলীয় মনোনীত প্রার্থী হিসেবে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে সমর্থকদের নিয়ে মাঠে কাজ করছেন। অপরদিকে ৪ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে একজন সরকারদলীয় প্রার্থীর বিপরীতে ৪ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকার ফলে,ইউনিয়নেজুড়ে জনসাধারণ-তথা দলীয় নেতাকর্মীদের মধ্যে দলের কোন প্রভাব পড়েনি। এছাড়া  আওয়ামী-ঘরনার দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করছেন অনুষ্ঠিত এ নির্বাচনে।  একজন হলেন, অত্র ইউনিয়নের একটানা ৫ বারের  সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি আ.ক.ম. ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীক নিয়ে বিজয়ের লক্ষ্যে মাঠে করে করছেন এবং অপরজন হলেন সদ্য প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট শালিষ-বিচারক এডভোকেট মাসুম আহমদ (জাবেদ আলী) এর পুত্র যুবলীগ নেতা শাহ্ রিয়াজ নাদির সুমন চশমা প্রতিক নিয়ে যুবসমাজকে সাথে নিয়ে উদিয়মান তরুণ প্রার্থী হিসেবে প্রচারণা করছেন।

আওয়ামীলীগ সমর্থিত দুইজন স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকার কারণে ইউনিয়নজুড়ে আওয়ামী-পরিবারের নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  বিএনপি নেতা এড. জালাল আহমেদ বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা  তুলে ধরে জনমত গড়ে তুলে তার ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিভিন্ন এলাকাসহ গ্রামে-গঞ্জে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী মাওঃ ফখরুল ইসলামও (মোটর-সাইকেল) প্রতীক নিয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময়সহ গ্রাম-গঞ্জ হাট-বাজারে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অনুষ্টিত উপ-নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা, গণসংযোগ, ব্যানার পেষ্টুন-পোষ্টারসহ মাইকিংয়ে মুখরিত ইউনিয়নের প্রতিটি জনপদ। নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের মধ্যে চায়ের-ষ্টল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে  চুলছেড়া বিশ্লেষণ। ভোটাররা আলোচনা-সমালোচনার পাশাপাশি প্রার্থীদের অতীত কর্মকান্ডের হিসাব মেলাচ্ছেন।

 উল্লেখ্য যে,দেশ স্বাধীনের পর থেকে অধ্যাবধি অত্র ইউনিয়নে এপার-ওপার আঞ্চলিকতার ইস্যুটিও প্রতি ইউনিয়ন  নির্বাচনের ন্যায় এবারও নির্বাচনী মাঠে প্রভাব পড়বে বলে ধারনা করছেন সচেতন মহল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক সমিকরণ ততই জটিল হয়ে আসছে। কারণ, উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে অত্র ইউনিয়নে উপ-নির্বাচনের কারণে, জেলা-উপজেলাজুড়ে সরকারদলীয় নেতাকর্মীরা তাদের পচন্দের প্রার্থীকে বিজয়ী করতে নানা-হিসাব কষছেন। এবং  সরকার দলের অনেক প্রভাবশালী নেতাকর্মীরা প্রকাশ্যে নৌকার পক্ষে কাজ করলেও প্রকান্তরে  আওয়ামী-পরিবারের স্বতন্ত্র  প্রার্থীকে বিজয়ী করতে কলকাঠি নাড়ছেন পর্দার অন্তরালে। এতে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামীগ ঘরনার কর্মীদের মধ্যে দ্বিধা-বিভক্তি বাড়ছে। এছাড়া ইউনিয়নজুড়ে সৎ নিষ্ঠাবান, ন্যায়-বিচারক প্রবীণ মুরুব্বি হিসেবে টানা ৫ বারের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম সর্বত্র আলোচনায় রয়েছেন ভোটারদের মধ্যে। অপরদিকে সদ্য প্রয়াত চেয়ারম্যান, বিশিষ্ট্য শালিষ-বিচারক এডভোকেট মাসুম আহমদ (জাবেদ আলী) এর ইউনিয়নজুড়ে ভক্তবৃন্দ-শুভাকাংখী, সমর্থক  ছড়িড়ে ছিটিয়ে রয়েছে।ফলে তাঁর পুত্র যুবলীগনেতা শাহ্ রিয়াজ নাদির সুমন পিতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবং বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ভোটারদের দ্বারেদ্বারে ঘুরছেন। উল্লেখিত প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটারদের মধ্যে বেশ সাড়া পড়েছে। ইউনিয়নজুড়ে সাধারণ ভোটারদের আলোচনায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। কিন্তু শেষ মুর্হুতে সচেতন মহলের ধারণা নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

সিলেটভিউ২৪ডটকম/৩ অক্টোবর ২০১৯/এএইচ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন