আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১১:৫৪:০০

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত।  এ ঘটনায় অপর ট্রাকের চালক গুরুত্বর আহত হয়েছেন।  তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

শনিবার ভোররাতে উপজেলার দৌলদিয়া মৌছাক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক চাপাইনবাগঞ্জ সদর উপজেলার নাগরাজপুর গ্রামের রহমত আলী ছেলে বাবু মিয়া (৩০) ও একই গ্রামের ট্রাক হেলপার মোস্তফা আলীর ছেলে রহমত আলী (২৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান- ভোররাতে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই মারা যান ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপার।  এ সময় অপর ট্রাকের চালক গুরুতর আহত হন।  তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আহত ট্রাকচালক নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫)।

তিনি বলেন- দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।  মরদেহ দু’টির ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/কাজল/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন