আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে সরকারি কবরস্থান থেকে সরানো হলো ব্যক্তির সাইনবোর্ড

সিলেটভিউ’র সংবাদে প্রশাসনের উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৭ ১৫:৪৬:০৬

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে সরকারি জায়গার উপর নির্মিত পঞ্চায়েত কবরস্থান থেকে পারিবারিক কবরস্থানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের নেতৃত্বে প্রশাসনের লোকজন গিয়ে পারিবারিক কবরস্থানের সাইনবোর্ড অপসারণ করে এলাকার সবার জন্য কবরস্থানটি উন্মুক্ত করে দেন।

জানা যায়, মাধবপুরের ধর্মঘট বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের সরকারি কিছু জায়গা এলাকার লোকজন কবরস্থানের কাজে ব্যবহার করে আসছিলেন। এলাকার লোকজন মারা গেলে এই কবস্থানে দাফন করা হতো।

সম্প্রতি মালঞ্চপুর গ্রামের ফয়সল আহমদ নামের এক প্রভাবশালী ব্যক্তি কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর ও লোহার ফটক লাগিয়ে কবরস্থানটি তাদের পারিবারিক বলে দাবি করেন। কবরস্থানে ‘মালঞ্চপুর বড়বাড়ি পারিবারিক কবস্থান’ লিখে সাইনবোর্ড টানিয়ে তালা ঝুলিয়ে দেন। এনিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

কবরস্থানে পারিবারিক সাইনবোর্ড টানানোর ঘটনা নিয়ে সিলেটভিউয়ে একটি সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরকাড়ে।

শনিবার সকালে মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মালঞ্চপুর বড় বাড়ি কবরস্থানটির সাইনবোর্ড সরিয়ে ‘সরকারি কবরস্থান জনসাধারণের জন্য ব্যবহার্য’ সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এ সময় ধর্মঘর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, ৩নং ওয়ার্ড মেম্বার কামাল মিয়া ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ০৭ ডিসেম্বর ২০১৯/ শামীম/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন