আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে যাত্রীবাহী বাসকে জরিমানা করায় পরিবহন শ্রমিকদের প্রতিবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২০:৫১:৪৫

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জ থেকে মাধবপুর গামী যাত্রীবাহী বাসকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করায় পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে যান  চলাচল বন্ধ করে প্রতিবাদ করেছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে  হবিগঞ্জ মাধবপুর সড়কে চলাচলকারী বেশ কয়েকটি লোকাল বাস উপজেলা পরিষদের গেইটের সামনে থেকে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত সারিবন্ধ ভাবে রেখে প্রতিবাদ জানান শ্রমিকরা।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

শ্রমিক নেতা ফজর আলী ও হবিগঞ্জ মাধবপুর বাস কাউন্টারের টিকেট মাস্টার শামিম জানান, বাসের কাগজপত্র বৈধ থাকার পরও হবিগঞ্জ মাধবপুর বাসকে জরিমানা করা হয়। অন্য কোন পরিবহনকে জরিমানা করা হয়নি। সে জন্য জেলা পরিবহন শ্রমিকদের নিদের্শে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে।

উপজেলা পরিবহন শ্রমীক লীগের সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন জানান, সবাই আইন মানা প্রয়োজন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম মেনে পরিবহনগুলোকে জরিমানা করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন