আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১৭:২৯:০৬

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার চৌমুহনী ইউনিয়নে ৬০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া, টেক অফিসার রফিকুল নাজিম সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, সাইফুল ইসলাম উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা ও প্রত্যেক ওয়ার্ডে সদস্যগন।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।



সিলেটভিউ২৪ডটকম/০৩ এপ্রিল ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন