আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে লিচুর চারা উপড়ে ফেললো দুষ্কৃতিকারীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৯ ১৭:৪৮:২৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের বাবু বকুল রসুলপুরে নিজের জমিতে অনেক টাকা খরচ করে হাইব্রিড জাতের লিচু গাছ রোপণ করেছিলেন। কিন্তু একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী রবিবার দিবাগত রাতে ২শ’ চারা উপড়ে ফেলেছে।

তিনি সোমবার সকালে জমিতে গিয়ে দেখতে পান তার শখের সব লিচু চারা উপড়ে ভেঙ্গে ফেলা হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

বকুল বাবু বলেন, মাধবপুর কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি রংপুর থেকে চারা এনে উচ্চ ফলনশীল চায়না জাতের চারা রোপণ করেছিলেন। তার দীর্ঘদিনের স্বপ্ন ও শখ ছিল একটি ভালো মানের লিচু বাগান করবেন। টাকা খরচ করে এবার বর্ষা মৌসুমে চারাও রোপণ করেন। কিন্তু রাতের বেলায় লিচু গাছের চারা উপড়ে ফেলেছে কে বা কারা।

সিলেটভিউ২৪ডটকম/২৯ জুন ২০২০/শামীম/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন