আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে এক দিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ১৯:২৩:২২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় এক দিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ বুধবার শনাক্ত হন ১১৭ জন।

এসব ব্যক্তির নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষা শেষে আজ ফলাফল জানানো হয়েছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।

নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫৯ জন, মাধবপুরের ১৭ জন, চুনারুঘাটের ১৬ জন, নবীগঞ্জের ১৫ জন, বাহুবলের ৯ জন ও বানিয়াচংয়ের একজন রয়েছেন।

এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২২ জনে। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২১৮ জন, মারা গেছেন ৬ জন।

এদিকে, আজ বুধবার মৌলভীবাজার জেলায়ও ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় এখন করোনা রোগী ৪ হাজার ৮০১ জন।

তন্মধ্যে সিলেট জেলায় ২৫৫০ জন ও সুনামগঞ্জে ৯৯০ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১ জুলাই ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন