আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ০০:২০:৩৩

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকাল ৩ টার দিকে উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের নাগেরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, আব্দুল হাকিম নিজ বসত ঘরের চালের উপর খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাত ঘরের চালের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে লেগে মৃত্যু হয় তার।

৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী জানান, অপরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন টানানোর কারনে একটি তাজা প্রান ঝরে গেল।

এ ব্যাপারে পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী ইসমত কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা নিয়ম মেনেই বিদ্যুতের লাইন টানিয়েছি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি সত্য। নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত না করেই দাফনের অনুমতি চেয়েছেন বলে জানান ওসি এমরান হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/৯ জুলাই ২০২০/জেইউ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন