আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জ পুলিশ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট আনসার সদস্যের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-১৬ ১৭:২২:০৫

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: হবিগঞ্জে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের (বিশেষ) মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন।
হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা।
তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশের পক্ষ থেকে বিল্লাল হুসেনের পরিবারকে সহায়তা করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০২০/কেএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন