আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে নির্বাচনী পোস্টার অপসারণে মেয়র ছাবির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ২০:৩৬:২২

নবীগঞ্জ সংবাদদাতা :: দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জে অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী। নির্বাচিত হওয়ার ৭ দিন পর নিজেই পৌরসভা এলাকার নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারনে নেমে পড়েছেন তিনি।

দ্রুত সময়ে শহরকে পরিচ্ছন্ন করতে রবিবার দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে অপসারণ অভিযান শুরু করেন তিনি। শহরের ট্রাফিক পয়েন্ট, জে.কে স্কুল পয়েন্ট, গন্ধা চত্ত্বর ও হাসপাতাল চত্বর এলকায় দীর্ঘসময় এই অভিযানের নেতৃত্ব দেন মেয়র ছাবির আহমেদ চৌধুরী। এসময় মেয়রের সাথে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র ছাবির আহমেদ চৌধুরী।

তিনি বলেন, ব্যানার পোস্টার এতো দিন নির্বাচনী প্রচারণায় ব্যবহার হয়ে আসছিল। নির্বাচনের পরে এর কোনো প্রয়োজন নেই। যতদ্রুত সম্ভব পৌর এলকায় নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হবে।

দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি

সিলেটভিউ২৪ডটকম/সলিল/আরআই-কে -০৭

শেয়ার করুন

আপনার মতামত দিন