আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

স্বপ্ন গড়তে গিয়ে ভূমধ্যসাগরে লাশ হলেন ছাতকের নাজিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৪ ২০:৫৩:৫৫

ছাতক প্রতিনিধি :: লিবিয়া থেকে সমুদ্রপথে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন নাজিম উদ্দিন (২৫)।

সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

সে গত বৃহস্পতিবার (৯ মে) ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির পর নিখোঁজ ছিলো। মঙ্গলবার রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, নাজিম উদ্দিন সিলেটের মদন মোহন কলেজের ২ বর্ষের ছাত্র ছিলো। সে পরিবারের ৪ ভাই বোনের মধ্যে বড়।  ২০১৮ সালের ২৩ মে লিবিয়া যাওয়ার জন্য বাসা থেকে বের সে। পার্শবর্তী উজিরপুর গ্রামের শামীম আহমেদ নামে এক দালালের মাধ্যমে ৮ লক্ষ টাকায় ইতালী যাওয়ার চুক্তি করে নাজিম। লিবিয়া গিয়ে কয়েকমাস জেল খাটেন নাজিম। জেল থেকে বের হয়ে গত বৃহস্পতিবার (৯ মে) লিবিয়ার জুয়ারা শহর থেকে নৌকাযুগে ইতালির উদ্দেশ্যে রওনা হয় নাজিমসহ সঙ্গীরা। এর পর থেকে নাজিমের সাথে আর যোগাযোগ হয়নি পরিবারের।

তার মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে পুত্র শোকে বারবার মুর্ছা যাচ্ছেন নাজিম উদ্দিনের বাবা আজির উদ্দিন।

এদিকে ঘটনার পর থেকে আদম পাচারকারী শামিম পলাতক রয়েছে বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ মে ২০১৯/এমএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী