আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ ‘যাত্রী অধিকার আন্দোলন’র কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৭ ০০:৪৪:৩৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিবহন মালিক-শ্রমিকদের নৈরাজ্য জনগণকে নিয়ে রূখে দিতে যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জ কমিটি গঠিত হয়েছে। রবিবার রাতে জেলার সর্বস্তরের জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়।

কমিটি যাত্রী হয়রানীর বিরুদ্ধে নিয়মিত কর্মসূচিসহ জনগণকে নিয়ে পরিবহন নৈরাজ্য রূখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া সুনামগঞ্জ সিলেট সড়কে মালিক শ্রমিকদের উন্নত বাস সার্ভিস চালুসহ বিআরটিসির উন্নত ও আধুনিক বাস নামানোর দাবি জানানো হয়। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে আগামী ১৮ জুন মঙ্গলবার আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর। কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন চিত্তরঞ্জন তালকুদার, মোরশেদ আলম, ফজলুল হক, তনুজ কান্তি দে, এডভোকেট এনাম আহমেদ ও জুবের আহমদ অপু। সদস্যসচিব মনোনীত হয়েছেন এডভোকেট বোরহান উদ্দিন দোলন, যুগ্ম সদস্যসচিব সাংবাদিক শামীম। কমিটিতে উপস্থিত হন প্রায় ৬০ জন সদস্য।

এডভোকেট রুহুল তুহিন, এডভোকেট এনাম আহমেদ ও সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, মৌলভী বাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, মো. ফজলুল হক, ডা. মোরশেদ আহমদ, এডভোকেট বুরহান উদ্দিন দোলন, রাক্ষু রাজ, শিক্ষক নেতা হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী, তনুজ কান্তি দে, জুবের আহমদ অপু, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, এডভোকেট বুরহান উদ্দিন, রাক্ষু রাজ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, মোটর শ্রমিক লীগ দক্ষিণ সুনামগঞ্জ সভাপতি মো. আব্দুল আউয়াল, সাংবাদিক শহিদনূর, কলেজ ছাত্র দ্বিপাল ভট্টাচার্য্য, নাসিম, আবু সালেহ, ফয়সাল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৯/এসএনএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী