আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

সুনামগঞ্জে ‘ওয়াদা’ করলেন পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২১ ২২:১৫:০৩

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আওয়ামী লীগ সরকার সকলকে সমান সুযোগ সুবিধা দিয়ে থাকে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের মানুষ নিরাপদে থাকে। বিএনপি-জামায়াত জোট লুটপাট আর সন্ত্রাসের রাজনীতি করে। আমরা সবসময়ই অসাম্প্রদায়িক চেতনাবোধে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‌‘আমি ওয়াদা করছি উন্নয়ন বা আমার আচরণের ব্যাপারে কোন পক্ষপাতিত্ব করবো না। সবার জন্যই সমান সুযোগ সুবিধা দেয়া হবে। আর আপনাদের প্রাণের দাবী শান্তিগঞ্জ উপজেলার নামকরণ শীঘ্রই হবে। আমি চাই উন্নয়ন সমৃদ্ধিতে সবাইকে আলোকিত করতে। আর এই পূজা উদযাপন কমিটিতে যে-ই সভাপতি-সম্পাদক হন না কেন, এসব বিবেচনা না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতে আপনারা যেভাবে আওয়ামী লীগ সরকারের সাথে ছিলেন আমার বিশ্বাস আগামীতেও সেভাবে থাকবেন।’

শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির হলরুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিপেশ তালুকদার।

বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিমান কান্তি রায়, স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতির্ভূষণ তালুকদার ঝন্টু।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুন ২০১৯/এসকে/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী