আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতক-দোয়ারায় ৩২টি গ্রামীণ সেতু নির্মাণের অনুমোদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২২ ০০:৪৮:১৪

মাহবুব আলম, ছাতক :: দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার উপজেলার ৩২টি গ্রামীণ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে।

এর মধ্যে ছাতক উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যায়ে রয়েছে ১৯টি সেতু নির্মাণ প্রকল্প।

অনুমোদিত প্রকল্পগুলো হলো, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের পুরান সিংচাপইড় গ্রামের তৈয়ব মিয়ার বাড়ির পাশে সেতু, বানিকান্দি গ্রামের রাস্তার গিয়াসউদ্দিন মাস্টারের বাড়ির পাশে সেতুর কাজ।

ভাতগাওঁ ইউনিয়নের একতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালের উপর সেতু, দোলারবাজার ইউনিয়নের মইনপুর বাজারের মসজিদের রাস্তার পাশে সেতু, দক্ষিণ খুরমা ইউনিয়নের আরবতারা শান্তি নিলয় এতিমখানার সেতু নির্মাণ।

কালারুকা ইউনিয়নের রায়সন্তোসপুর গ্রামের খোয়াজ আলীর বাড়ির পাশে সেতু, কর্চা গ্রামের সুনা মিয়ার বাড়ির পাশে সেতু, ছিক্কা গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ির পাশে সেতু, রাসন্তসপুর গ্রামের সাবুক মিয়ার বাড়ির পাশে সেতু, মতিন মিয়ার বাড়ির পাশে সেতু নির্মাণ।

ছৈলা আফজালাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ- বসন্তপুর রাস্তা থেকে মির্জাপুর রাস্তার আরশ আলীর বাড়ির পাশে সেতু, লাকেশ্বর দত্তের খালের উপর হিরনের মাছের খামারের পাশের খালের উপর সেতু, দশঘর গ্রামের আব্দুস শহিদের বাড়ির সামনের রাস্তায় সেতু নির্মাণ।

গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের নোয়াগাওঁ রাস্তার দুদু মিয়ার বাড়ির সামনের খালের উপর সেতু, আলাপুর-মোল্লাআতা গ্রামের মধ্যে ইয়াকুব আলীর বাড়ির সামনের খালের উপর সেতু, ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মাসুক আলীর বাড়ীর পাশের ভাংগায় সেতুর কাজ।

নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাছ গ্রামের আজির উদ্দিনের বাড়ির পাশে সেতু, উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজী আব্দুল তাহির গংদের বাড়ির উত্তরের খালের উপর সেতু, ছাতক সদর ইউনিয়নের রাতগাওঁ- মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তার খালের উপর সেতু নির্মান।

এছাড়া ৩ কোটি ৫ লক্ষ ৮২ হাজার টাকা ব্যায়ে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩টি গ্রামীণ সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এব্যাপারে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ‘আমার গ্রাম আমার শহর’ শ্লোগানকে সামনে রেখে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এ ধারণা বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ নানা পরিকল্পনা নেয়া হয়েছে।

সব বৈশিষ্ট্য ঠিক রেখেই বর্তমান সরকার পল্লী উন্নয়নকে অগ্রাধিকার তালিকায় রেখেছে এরই ধারাবাহিকতায় ইতিহাসের এই প্রথম একসঙ্গে জাতির জনকের কন্যার নেতৃত্বাধীন সরকারের আমলে ছাতক-দোয়ারাবাজারে ৩২টি গ্রামীণ সেতুর কাজ অনুমোদিত হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০১৯/এমএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী