আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দিরাই পৌর নির্বাচনে আসাদ উল্লাহ'র প্রার্থীতা ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২০ ২০:১০:২০

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে আগামী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে লড়তে চান অসাম্প্রদায়িক চেতনার প্রিয়মুখ আসাদ উল্লাহ । পৌরসভা নির্বাচনের বছর খানেক আগেই নিজের প্রার্থীতা ঘোষনা করলেন তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপর ১২টায় পৌর সদরের একটি রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন আজন্ম আওয়ামী পরিবারের সদস্য আসাদ উল্লাহ।

ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত হন আসাদ উল্লা। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ দিরাই ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করেন তিনি।
 
পৌরবাসী সকলের সাথে সম্পৃক্ততা বাড়াতে আগাম প্রার্থীতা ঘোষনা দেয়ার কথা উল্লেখ করে আসাদ উল্লাহ বলেন, শাসন নয়, মানুষের সেবার দৃঢ় মনোবৃত্তি নিয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই।

এসময় তিনি আরও বলেন, অন্যান্য পৌর শহরের তুলনায় অনেকটাই পিছিয়ে আছি আমরা। দিরাই পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর ও পৌরবাসীর সুখ-দুঃখের সাথী হতে নির্বাচনে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক প্রশান্ত দাশ সাগর, নির্বাহী সদস্য ইমরান হোসেন, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী, কোষাধ্যক্ষ শেখ মো. আলামিন, সদস্য জয়ন্ত কুমার সরকার, জাহেদ আহমদ, মাছুম আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম / ২০ আগস্ট ২০১৯/ এইচপি/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী