আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে আওয়ামী লীগের ইউনিট কমিটি ভাঙা নিয়ে বিভ্রান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ১৪:২৮:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার মোট ছয় ইউনিট কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে এমন গুঞ্জনের সত্যতা মেলেনি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ছয়টি নয়, দুটি ইউনিট কমিটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে।

সেগুলো হচ্ছে জামালগঞ্জ উপজেলা কমিটি ও মধ্যনগর থানা কমিটি। উল্লেখ্য, শুক্রবার বিকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সুনামগঞ্জ সদর, পৌরসভা, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও মধ্যনগর কমিটি ভেঙে দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান সাধারণ সম্পাদকের আস্থাভাজন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীক উজ্জ্বল। জেলা আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, সদর ও পৌরসভায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, সেগুলো ভাঙার প্রশ্ন আসবে কেন?

যেহেতু জামালগঞ্জ উপজেলা কমিটির বেশিরভাগ সদস্য বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন, তাই এ কমিটি ভাঙার ব্যাপারে গঠনতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হবে। আর মেয়াদোত্তীর্ণ মধ্যনগর থানা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা কমিটির ব্যাপারে তিনি বলেন, এ দুই উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি রয়েছে।

সেগুলো ভাঙার কোনো সিদ্ধান্ত হয়নি। নেতৃবৃন্দকে ইউনিয়ন কমিটি গঠনের জন্য বলা হয়েছে। পরবর্তীতে উপজেলা দুটিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দফতর সম্পাদক উজ্জ্বল কর্তৃক ছয় কমিটি ভাঙার বক্তব্য গণমাধ্যমে দেওয়ার পর ওইসব ইউনিটের নেতৃবৃন্দ ঘটনার সত্যতা জানতে দৌড়ঝাপ শুরু করেন।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান জানান, ছয়টি নয়, দুটি ইউনিট কমিটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। উজ্জ্বল এমনটা বলতে পারে না, যেটা সিদ্ধান্তই হয়নি। এটা তার মনগড়া বক্তব্য।

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/বিডি-পি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী