আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ১৯:১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেহাল সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া গ্রামের রাস্তায় হবিবপুর গ্রামের বাসিন্দা ও ওমান আওয়ামীলীগের সভাপতি প্রবাসী জাহাঙ্গীর আলীর নেতৃত্বে এবং গ্রামবাসী ও ছাত্র জনতার অংশ গ্রহনে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের উদ্যোক্তা ওমান আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী আবুল মনসুর ও সমাজসেবক শামসুল হক।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বটেরতল থেকে হবিবপুর মাঝপাড়া পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী রয়েছে। রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন খাদে পরিণত হয়েছে। এ রাস্তার করুণ দশার কারণে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। তাই জন ভোগান্তি লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
 
এসময় এলাকার মুরব্বী আবদুস সালাম, সমাজকর্মী বেলাল আহমদ, আতিকুর রহমান, রজব আলী, জিয়াউল হক, মাসুক মিয়া, আবদুল হান্নান, ইমন মিয়া, ইসমাইল হোসেন, মুজিব মিয়া, শুকুর আলী, আশরাফুল ইসলাম, ছালিক মিয়া, মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম /১৫ সেপ্টেম্বর ২০১৯/ এসএইচএস/এসএইচ


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী