আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

অপরাধী যেই হউক না কেন আমি তার সর্বোচ্চ সাজা চাই: নিহত তুহিনের মা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ১৪:৪৮:১২

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে ৫ বছরের শিশু তুহিন হত্যা যা আইয়্যামে জাহেলিয়া যুগকেও হারমানায় বলে অনেকে উল্লেখ করেছেন।

প্রতিপক্ষকে ফাঁসাতেই শিশু তুহিনকে তার বাবাই ঘুমের মধ্যে কোলে করে নিয়ে যায় বাইরে, পড়ে বাবা ধরে রাখে চাচা ও চাচাতো ভাই চুরি দিয়ে কাটে তাকে, আদালতে এমন স্বীকাররোক্তি দিয়েছে তারা।

এদিকে নিহত তুহিনের মা মনিরা বেগম জানান, ২ বছর ধরে তুহিনত তার বাবার সাথেই আছে। তুহিন কে দেখাশোনার ভার তিনিই পালন করে আসছেন। তিনি আর আমি মিলে এত বছর ধরে তুহিন কে লালন পালন করে আসছি।

ঘটনার রাতের কথা বর্ণানা দিয়ে তিনি বলেন, “১৬ দিন হয়েছে আমার এক কন্যা সন্তান জন্ম হয়েছে। ঘটনার দিন দরজা খোলা পাওয়ার চিৎকার চেঁচামেচি কথা শোনেছি, তুহিনকে পাওয়া যাচ্ছেনা এমন কথাও শোনেছি। পরে আমাকে বলা হলেছিল তুহিনকে পাওয়া গেছে। পরে লোকমুখে ঘটনার সত্যতা শোনতে পারি।”

হত্যার বিচারের ব্যাপারে তিনি বলেন, ‘অপরাধী যেই হউক না কেন আমি তার সর্বোচ্চ সাজা চাই।’

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, শিশু তুহিন হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতে পারিবারিকভাবে নৃশংস ও ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার তুহিন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের ঘটনায় এখন পর্যন্ত নিহত তুহিনের বাবা-চাচাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

তুহিনের মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার ঐ ৫ আসামীকে গত মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়। সেখানে দুই আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এরপর বাকি তিন আসামী তুহিনের বাবা আবদুল বছির, চাচা আবদুল মছব্বির ও জমসের আলী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/এইচপি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী