আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে আন্তজার্তিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন কর্মসূচী পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৬:৪৫:৫২

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিসব পালিত হয়েছে। “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি সনাক, সজনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার আল আমীন সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, কৃষি সম্প্রশারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্ম সফর উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট হোসেন তৌফিক চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, টিআইবির আঞ্চলিক ম্যানেজার মাহবুব হোসেন, সাংবাদিক খলিল রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন দুনীর্তির কারণে বাঁধাগ্রস্থ হচ্ছে। এমন কোনো ক্ষেত্র নেই দুর্নীতি হচ্ছে না। যেই দেশে দুর্নীতির পরিমাণ বেশি থাকলে সেই দেশ কখনো উন্নয়নের শিখড়ে যেতে পারে না। আমাদের সকলের উচিত দুর্নীতিকে না বলার। যে দুর্নীতি করবে বা দুর্নীতি করতে সহায়তা করবে তাকে আইনের আওতায় তুলে দিতে হবে।

সরকার দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। অভিযান পরিচালনার মাধ্যমে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। পরে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/০৯ ডিসেম্বর ২০১৯/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী