আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজি, অনির্দিষ্টিকালের ধর্মঘট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৯:২৮:৪৮

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অতিরিক্ত টোলটেক্স নামে চাঁদা আদায়ের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য নৌ ধর্মঘট শুরু করেছে নৌ মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। পাশাপাশি অতিরিক্ত চাঁদা ও টোল বন্ধের দাবিতে মানববন্ধনও করেছে তারা। 

সোমবার দুপুরে যাদুকাটা নদীর নৌ মালিক, শ্রমিক, সর্দার ও হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দর আয়োজনে উপজেলার সোহালা নতুন বাজার সংলগ্ন যাদুকাটা নদীর তীরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এ ধর্মঘটের ডাক দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, যাদুকাটা নদীর নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, উপদেষ্ঠা বাছির মিয়া, মুক্তিযুদ্ধা আদুস ছাত্তার, জোবায়ের এন্টারপ্রাইজ নৌকার ডাইভার জসিম উদ্দিন, মাঝি নাছির মিয়া, নৌ মালিক সোহালা গ্রামের শহিদ মিয়া, নৌ শ্রমিক আব্দুল আলী প্রমুখ।

বক্তারা বলেন, টোল আদায়ের জন্য সরকারের নির্ধারিত ফি বা তালিকা থাকা স্বত্তেও নোয়াহাট গ্রামের রাজা হাসের ছেলে ফয়সালের নেতৃত্বে এক দল চাঁদাবাজ চক্র র্দীঘদিন যাবৎ জোরর্পূবক অতিরিক্ত চাদা আদায় করে আসছে। সরকারের তালিকা অনুযায়ী একটি নৌকা ৫শ টাকা নেয়ার কথা থাকলেও সেখানে ইজারাদারা ২ থেকে ৩ হাজার টাকা প্রতিনিয়ত নিচ্ছে।

তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে ইজারাদার ফয়সালের বাহিনী নৌকার মাঝিদের মারধর করে নৌকাতে থাকা মালামাল নিয়ে যায়। বক্তরা বলেন, চাঁদার বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ উর্ধতন র্কতৃপক্ষকে বারবার জানানোর পরও নদীতে চাদাবাজী বন্ধ হচ্ছেনা।

তারা আরো বলেন, নদীতে চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালেন নৌ ধর্মঘট চলবে।

সিলেটভিউ২৪.কম/ ২১ জানুয়ারি ২০২০/রাজ্জাক/ জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী