আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৬ ০১:১৩:৩২

ছাতক প্রতিনিধি :: ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ১২টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় একক প্রার্থী হিসেবে সকলেই নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক সাধারন সভায় ৩ বছর মেয়াদি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত নতুন কমিটি ঘোষনা করা হয়।

এর আগে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নেছার আহমদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী কমিটির সাধারন সম্পাদক সামছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বিশিষ অতিথির বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ তিতুমীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, ব্যবসায়ী ইলিয়াছ মিয়া চৌধুরী, হাজী লুলু মিয়া, হাজী এখলাছ খান, সমিতির সাবেক অর্থ সম্পাদক হাজী আব্দুল গাফফার, হাজী মাসুক মিয়া, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, ফরিদ মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোয়েব হাসান, আব্দুস ছালাম, সমিতির সাবেক পরিচালক বুরহান উদ্দিন, আব্দুর রউফ।

ব্যবসায়ী হাজী লিলু মিয়া, সাধু মিয়া, আব্দুস ছাত্তার, এখলাছ মিয়া, সমশের আলী প্রমুখ। সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সহ সভাপতি পদে ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাধারন সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো সামছু মিয়া ও কোষাধ্যক্ষ পদে আমির আলী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সমিতির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাদশা মিয়া, আলহাজ্ব বুলবুল আহমদ, আব্দুল মোনায়েম, মঈনুল ইসলাম, মজিদ মিয়া, কয়েছ আহমদ, আলমগীর হোসেন ও জালাল মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ জানুয়ারি ২০২০/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী