আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

করোনা: জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২২ ১৮:৫৩:১৩

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের অধিবাসি যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

রবিবার দুপুরে সিলেট শহরের মানিকপীর টিলায় ৬২ বছর বয়সী মহিলার লাশ দাফন করা হয়েছে।

সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর লাশ দাফন নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্যাট ইয়াসির আরাফাত জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করি। ঐ মহিলাকে সিলেট শহরের মানিকপীর টিলায় আজ বেলা ১টায় দাফন করা হয়েছে।

তিনি জানান, তার পরিবারের লোকজনদের কোয়ারারেন্টেনে রাখা হয়েছে। 

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, সিলেট শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা নারীর মৃত্যুর পর লাশ গ্রামে এনে দাফন করার খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আমাকে আতঙ্কের কথা জানান। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাশ দাফনের পদক্ষেপ নিতে প্রশাসন কে অবহিত করেছি।

তিনি বলেন, ওই নারীর মৃত্যুর খবর শুনে তাঁর স্বজনরা বাড়িতে একটি গরুজবাই করে শিরনী ও কবর খোঁড়ার আয়োজন করেন। পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা বন্ধ হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, ওই প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে আমরা শিরনীর আয়োজন বন্ধ করেছি। লাশ স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সিলেটে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ স্বামীর সঙ্গে যুক্তরাজ্যর ম্যানচেষ্টার শহর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের বেড়াতে আসেন ওই মহিলা। গ্রামের বাড়িতে কিছু দিন থাকার পর সিলেট শামিমাবাদের বাসায় চলে যান।

জানা যায়, ২০ মার্চ ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী ওই নারী রোববার ভোররাতে মারা যান।


সিলেটভিউ২৪ডটকম/২২ মার্চ ২০২০/এসএইচএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী