আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ১৮:১৯:৩০

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবক খুন ও সংঘর্ষে ৪জন আহত হওয়ার ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা দায়েন করেছেন নিহতের বড় ভাই নেকবর নবী হোসেন সিকদার। শনিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের ইছুবপুর গ্রামের লায়েছ সিকদারের ছেলে হাবিবুর সিকদারকে প্রধান আসামী করে তাহিরপুর থানায় হত্যা মামলা করেন তিনি। 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পিছনের জলার হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ইছুবপুর গ্রামের লেম্বু সিকদারের ছেলে কালাম সিকদারের পথরোধ করে  গালমন্দ শুরু করে একই গ্রামের লায়েছ সিকদারের ছেলে মনির সিকদার (২৮) ও হাবিবুর সিকদারের ছেলে রাজু সিকদার (২০)। বাকবিতন্ডার মধ্যেই লায়েছ সিকদারের ছেলে হাবিবুর ও তার সঙ্গীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কালামের উপর এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে  নিহত হানিফ ও তার ভাই কবির ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। গুরুতর আহত অবস্থায় হানিফকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জররী বিভাগেই তার মৃত্যু হয়। হানিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ হাবিবুরসহ তার আত্মীয়-স্বজনরা পালিয়ে যায়। 
নিহত হানিফ সিকদারের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার রাতে ইছবপুর গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/২৮ মার্চ ২০২০/এমএআর/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী