আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে বানের ভেসে গেলো খামারির পাঁচ বছরের স্বপ্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ০০:৫৫:৪০

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে এক খামারির পাঁচ বছর ধরে লালন করা ৪টি খামারের প্রায় কোটি টাকা মূল্যের মাছ।

উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী এলাকায় মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল মোমিন ১৬৪ কেদার ভূমিতে করেছিলেন ৪টি মৎস্য খামার। এলাকার সর্ববৃহৎ মৎস্য খামারটি আব্দুল মোমিনের।এছাড়া পোনা উৎপাদন ও লালনপালনের জন্য আরো দু'কেদার ভূমিতে রয়েছে একটি বড় পুকুর। প্রলয়ঙ্কারী বন্যায় তার খামারের প্রায় কোটি টাকা মূল্যের মাছ ভেসে গেছে।

খামার মালিক গোদাবাড়ী গ্রামের আব্দুল মোমিন জানিয়েছেন, কল্পনার মধ্যেও ছিল না, এত দ্রুত বন্যা এই এলাকায় আসবে। নিজের পরিশ্রমের ঘামে খামারটি গড়ে তুলেছেন। রাত-দিন খামার নিয়েই থেকেছেন। কিন্তু কে জানত তাঁর এমন সর্বনাশ হবে। এক রাতের মধ্যে বন্যার পানিতে সব পুকুরের মাছ ভেসে গেছে। মাছের জন্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার খাবার ছিল। সেটাও পানিতে নষ্ট হয়ে গেছে।

গত ৫ বছর ধরে এসব খামারের মাছ তিনি শুধু বাড়িয়েই যাচ্ছেন। কোনো মাছ বিক্রি করেননি।

৫ বছরের লালন পালনকৃত মাছগুলোর সাথে বন্যার পানিতে ভেসে গেছে তার স্বপ্নও। তিনি জানান খামারে প্রতি মাসে ৩০ হাজার টাকা খরচ হতো। খামারগুলো ভেসে যাওয়ায় তার ১কোটি টাকার চেয়েও বেশি ক্ষতি হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে বন্যায় প্লাবিত উপজেলার সবগুলো খামারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করা সম্ভব হয়নি। তবে অধিকাংশ খামারিরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী