আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সারা দেশে এক বিলিয়ন গাছের চারা রোপণ করা হবে: পানি সম্পদ সচিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১১ ১৮:১৮:২০

সুনামগঞ্জ প্রতিনিধি :: পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, মুজিব শত বর্ষ উপলক্ষে সারা দেশে এক বিলিয়ন গাছের চারা রোপণ করা হবে। মাস ব্যাপী এই কর্মসূচীর অংশ হিসেবে শুধু পানি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকেই দশ লক্ষ গাছের চারা রোপণ করা হবে। তারই সদ্য খননকৃত একটি খালের দুই পাড়ে, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গন, তাহিরপুর ও দিরাই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছি।

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় খাল খনন করে গাছ লাগানোর পরিকল্পনা সরকারের রয়েছে। আমরা এটিকে একটি আন্দোলন হিসেবে রূপ দিতে চাই এবং এ লক্ষ্যেই কাজ চলছে।

পানি সম্পদ সচিব মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে গাছের চারা রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করে এসব কথা বলেছেন।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এডিএম মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুননবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার আরিফ আদনান, এনডিসি মো. সম্রাট হোসেন, পানি সম্পদ মন্ণালয়ের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শশী মোহন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মো. সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী ২ মো. শফিকুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী আখতারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে সচিব জেলার তাহিরপুর ও দিরাই উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন ।


সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০২০/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী