আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মহাকর্ষীয় তরঙ্গের শব্দ খুঁজে পেলেন বিজ্ঞানীরা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২০ ১০:৩২:৪৭

সিলেটভিউ ডেস্ক :: মহাকর্ষীয় তরঙ্গের শব্দ খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ‘গুনগুন শব্দ’ খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন নর্থ আমেরিকান ন্যানোহেজ অবজারভেটরি ফর গ্র্যাভিটেশনাল ওয়েভস (ন্যানোগ্র্যাভ)-এর বিজ্ঞানীরা। মৌমাছির মতো অবিরাম ‘গুনগুন’ শব্দের সন্ধান পেয়েছেন তারা, যা মাধ্যাকর্ষণ তরঙ্গের ফলেই সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। খবর উইওন নিউজ'র।

বিশেষজ্ঞদের মতে, এই ‘শব্দ’কে পৃথিবীর পশ্চাদপটে অবিরত চলতে থাকা ‘মহাকর্ষীয় তরঙ্গ’ বলে কল্পনা করা যেতে পারে। এই গবেষণাপত্র ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত হওয়ার পরেই মহাকাশ বিজ্ঞানী মহলে সাড়া পড়ে গেছে।

কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃর্পদার্থবিদ জোসেফ সাইমনের মতে, এটা সত্যিই দারুণ যে, গবেষণার তথ্য থেকে এই ধরনের একটা সঙ্কেত পাওয়া গিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৩

শেয়ার করুন

আপনার মতামত দিন