আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফ্রেঞ্চ কাপ অনুর্দ্ধ-১৮ চ্যাম্পিয়ন প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ১৬:১০:৩৩

আবু তাহির, ফ্রান্স :: ফ্রেঞ্চ ক্রিকেটে অনুর্দ্ধ-১৮ এর ফাইনাল ম্যাচে শ্রীলংকান ক্রিকেট ক্লাব গ্রিনি ক্রিকেট ক্লাবকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ান ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স।

প্যারিস নাইট রাইডার্সর অধিনায়ক সাইমন হক টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ওলীদ আহমেদ এবং সহ অধিনায়ক আব্দুল মুহিত নাঈমের ৮০ রানের পার্টনারশীপ এর উপর ভর করে প্যারিস নাইট রাইডার্স এর সংগ্রহ হয় ৮ উইকেটে ১৮০ রান।

নাঈম ৩৪ এবং ওলীদ আহমেদ ৩৭ রান করে আউট হলে প্যারিস নাইট রাইডার্স এর হার্ড হিটার জায়েদ ১১ বলে ২২ এবং হোসাইন ৭ বলে ১৬ রান করে রানের পাহাড় গড়েন ।

প্যারিস নাইট রাইডার্স এর ১৮০ রানের জবাবে খেলতে নেমে গ্রিনি ক্রিকেট ক্লাব , আব্দুল মুহিত নাঈম, জায়েদ, ওলীদ আহমেদ এর দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানে অল আউট হয়।

প্যারিস নাইট রাইডার্স এর ওলীদ আহমেদ ২৪ রানে ৫ উইকেটে এবং আব্দুল মুহিত নাঈম ২ উইকেটে নেন ।

এদিকে ফ্রান্স জাতীয় ক্রিকেটের অনুর্দ্ধ ১৮ চ্যাম্পিয়ান হওয়াতে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটিতে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

ফ্রান্স ক্রিকেট এর প্রেসিডেন্ট প্রভো বালান প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন।

ক্লাবটির প্রধান উপদেষ্টা কবির হোসাইন পাটোয়ারী , ক্লাবের মিডিয়া পার্টনার ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক আবু তাহির , ক্লাবের উপদেষ্টা বাংলা অটো ইকুলের পরিচালক সালাম হোসাইন রহমান, Bcf এর পরিচালক এম ডি নূর নাইট রাইডার্স এর ক্ষুধে ক্রিকেটারদের বিজয়ে কমিউনিটির সকল প্রবাসীদেরকে ক্লাবের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ।


সিলেটভিউ২৪ডটকম/১৫সেপ্টেম্বর ২০১৯/এটি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক ফ্রান্স খবর

  •   ওসমানী স্মৃতি পরিষদ ফ্রান্স শাখার আহবায়ক কমিটির অনুমোদন
  •   ফ্রান্স মহিলা দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
  •   বেলজিয়াম বিএনপির নেতা সাজার সুস্থতা কামনায় স্পেনে দোয়া মাহফিল
  •   দুবাগ ইউনিয়ন জনকল্যাণ সংস্থা ফ্রান্সের কমিটি গঠন
  •   ফ্রান্স বাংলা টাওয়ার ব্যবসায়ী গ্রুপের কমিটি গঠন
  •   প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির ঐক্যপ্রক্রিয়া ও কমিটি গঠন
  •   ফ্রান্সে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী পালন
  •   প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা
  •   ফ্রান্স আ.লীগের সভাপতির মৃত্যুতে স্পেন শাখার শোক
  •   ‘যুবলীগ ফ্রান্স শাখা নিয়ে ষড়যন্ত্র ত্যাগী কর্মীরা মেনে নিবে না’