আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৩ ২১:১২:১২

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে ৪টার দিকে উপজেলার ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে লহরজপুর গ্রামের জনৈক চালক রাস্তায় তার ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এর ফলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় যানজট সৃষ্টি হয়। এসময় পুরানগাঁও গ্রামের মোটর সাইকেল আরোহী অপু নামের এক যুবক জনৈক ট্রাক চালকের কাছে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান। এনিয়ে তাদের মধ্যে মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, পুরান গাও গ্রামের এরশাদুল হক চৌধুরীর পুত্র সানি চৌধুরী (২২) ,বজলুল হক চৌধুরীর পুত্র টিপু চৌধুরী (২৫), নবীগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলাম (৪৭) , এস আই ছামিউল হক (৪৯), এস আই ফিরুজ আহমেদ (৫৭) আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যান্য আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিলেটভিউ/৩ ডিসেম্বর ২০১৮/এএইচ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন