আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ২০:৩০:৩৪

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা প্রথামিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় চুনারুঘাট উপজেলার নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল উপজেলার ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে নয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-০ গোলে জয়লাভ করেন।

অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টেরর উদ্বোধনী খেলায় লাখাই উপজেলার হরিনাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে বানিয়াচং উপজেলার আতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

জেলার ৮টি উপজেলার ১৬টি দল এই দুই টুর্নামেন্টের অংশ নিচ্ছে। বুধবার একই স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা আনসার ও বিডিপি অ্যাডজুডেন্ট তানজিনা বিনতে এরশাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন