আজ মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ইং
সিলেটভিউ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামের সিএনজির ড্রাইভার মো. সাদেক মিয়ার ১ বছরের ছেলে জুবায়েদ অসাবধানবশত পরিবারের অগোচরে বালতির পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হরষপুর রেলস্টেশন বাজারে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম / যুগান্তর / ডালিম