আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন দূর্গাপুরবাজার থেকে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। বুধবার (১৯ মে) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (১৭ মে) রাতে র্যাব তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সনখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রতন মিয়া (২৪), আব্দুল রেজেকের ছেলৈ আক্কাছ আলী (২৮), জয়নাল মিয়ার ছেলে শফিকমিয়া (২৪), আব্দুল মজিদের ছেলে রইচ মিয়া (৩১), মৃত আমির হোসেনের ছেলে ইউসুফ মিয়া (২৭)।
সিলেটভিউ২৪ডটকম/পিটি-১৮