আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ইং

হবিগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১৯ ১৩:২০:৫০

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন উবাহাটা গ্রামের নতুন ব্রীজ থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে র‌্যাব। বুধবার (১৮ মে) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (১৭ মে) রাতে গোপন তথ্যে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুর জেলার সদরপুর থানার মানাইর গ্রামের হান্নান মিয়ার ছেলে সেলিম হোসেন (৩২) ও মাধবপুর থানার মনপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৪)।


সিলেটভিউ২৪ডটকম/পিটি-১৯




শেয়ার করুন

আপনার মতামত দিন