আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ইং
মাধবপুর প্রতিনিধি :: দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন হয়েছে।
বুধবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহামেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, আইয়ুব খান, আলাউদ্দিন রনি, শামীম চৌধুরী, জামাল মো. আবু নাছের, রাজীব দেব রায় রাজু, আলমগীর কবির, বিকাশ বীরসহ অনেকেই।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৩