আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং
বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের বাণী’র সম্পাদক ও প্রকাশক শাবান মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির বানিয়াচং উপজেলা প্রতিনিধি আতাউর রহমান মিলন এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আশিকুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা মোশারফ হোসাইন, আক্কাছ আলী, প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া,আনোয়ার মিয়া, তৌহিদুর রহমান পলাশ, জসিম উদ্দিন, সাহিদুর রহমান, সুজন মিয়া, আলমগীর রেজা, এসকে রাজ, শেখ নুরুল ইসলাম, শাহ সুমনসহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাবান মিয়া। তার হৃদযন্ত্রে রিং প্রতিস্থাপন করার কথা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জেডইউ/এসডি-৭