আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে ঘুষিতে প্রাণ গেল ফেরিওয়ালার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৯ ২২:২১:০৪

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে এক হতদরিদ্র ফেরিওয়ালাকে ঘুষি দিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের হাবিবুর রহমান রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুনীল চন্দ্র পাল (৬৫) একই ইউনিয়নের আকিলপুর গ্রামের কিরন চন্দ্র পালের ছেলে।

এ ঘটনায় বীরপুর গ্রামের ঘাতক হাবিবুল্লার ছেলে আব্দুর রউফ (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রউফ বড়দই বিলের প্রহরি হিসেবে কাজ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হতদরিদ্র সুনীল চন্দ্র পাল গ্রামে গ্রামে অল্প জিনিসপত্র ফেরি করে বিক্রি করে সংসার চালাতেন। শনিবার সন্ধ্যায় তার কাছ থেকে একটি চাল কুমড়া জোরপূর্বক ছিনিয়ে নিতে চায় আব্দুর রউফ। তিনি প্রতিবাদ করলে তাকে এলোপাথারি ঘুষি দিতে থাকে রউফ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই মারা যান সুনীল। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক আব্দুর রউফকে আটক করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ঘাতক আব্দুর রউফকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০১৮/এসএনএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী