আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে হিরণ মিয়া স্টেডিয়ামের কাজ নির্বাচনের পর: প্রতিমন্ত্রী মান্নান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৮ ২১:১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতিও  জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের নেতা মরহুম হারুনুর রশীদ হিরণ মিয়ার স্মরণ সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জগন্নাথপুর সদর বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

মুক্তিযুদ্ধের সংগঠক, জগন্নাথপুর উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান হারুনুর রশীদ হিরণ মিয়ার ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মৃতি সংসদের সভাপতি হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা এমপি অ্যাডভোকেট শামসুন্নাহার রাব্বানী শাহানা, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সহ-সভাপতি পিপি খাইরুল কবির রুমেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, মরহুম হারুণ রশীদ হিরণ মিয়ার জ্যেষ্ঠ পুত্র জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খান, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুকুর আলী, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, যুক্তরাজ্যের লীডস আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াওর মিয়া, আ.লীগ নেতা আবু তোয়াহিদ, সাংবাদিক শংকর রায়, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লীডস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ ভূইয়া। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার শুন্যতা কোন দিন পুরণ হবে না। তাই তাঁর স্মৃতি ধরে রাখতে জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরণ মিয়ার নামে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া হাওর অধ্যুষিত জগন্নাথপুরে একটি কৃষি ইন্সটিটিউট নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, হাওরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে আ.লীগ সরকার। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আরেক বিশেষ অতিথি এমপি শাহানা রাব্বানী বলেন, হারুনুর রশীদ হিরণ মিয়ার মতো গুণিজনদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে।

সিলেটভিউ/৮ ডিসেম্বর ২০১৮/এসএইচএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী