আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে পীর মিসবাহর প্রচারণায় মুকুট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ২০:২৮:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন লাঙ্গল মানেই নৌকা আর নৌকা মানেই লাঙ্গল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের স্বার্থে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ৩০ তারিখে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্টতা অর্জন করে ক্ষমতায় না আসতে পারলে আওয়ামী লীগ কর্মীদের ভাগ্যে কি থাকবে তা বলা যায় না। তাই সকল ভেদাভেদ ভুলে নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোটদেয়ার আহবান জানান তিনি।

তিনি বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় মহাজোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার অব্যাহত রাখলে বিজয় আমাদের সুনিশ্চত।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, মহাজোটের প্রার্থী হলেও আমি আওয়ামী লীগ পরিবারের লোক। আমি ছাত্র জীবনে ছাত্রলীগ, পরে যুবলীগের কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেছি। আমার পরিবারে সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, আমি একজন মানুষ। মানুষ হিসেবে বিগত ৫ বছর আমার অনেক অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তাই সব কিছু ভুলে ৩০ তারিখ আওয়ামী লীগ, জাতীয়পার্টি ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গলকে বিজয়ী করুন। বিজয়ী হলে এই ঐক্য ধরে রেখে কাজ করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকরচন্দ্র দাস ও জুনেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরহাদ আহমদ, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলেমান তালুকদার, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুরহান উদ্দিন, জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে প্রমুখ।

অপরদিকে ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মুসা চান মিয়ার সভাপতিত্বে চিনাকান্দি বাজারে এক পথ সভায় বক্তব্য রাখে নরুল হুদা মুকুট ও মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী অ্যাড. শামীমা শাহরিয়ার, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।

এর আগে উপজেলার কারেন্টের বাজারে নির্বাচনী কেন্দ্র উদ্বোধন করেন মহাজোটপ্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৮/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী